MuthoSchool

Class 7 Class 8 Class 9 Note And Solve SSC 2024

রসায়ন – ১ম অধ্যায় – জ্ঞানমূলক

Note and Solve (1)

রসায়ন – ১ম অধ্যায় – জ্ঞানমূলক

রসায়ন – ১ম অধ্যায় – জ্ঞান মূলক / সংজ্ঞা / সংগা / কাকে বলে / সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

১। রসায়ন কাকে বলে?

উত্তর: বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন,পদার্থের ধর্ম, এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাকে রসায়ন বলে।

২।‍‌‌‌‍‍‌‌‌‍‍‍‍‍‍ ‘আল-কেমি’ কাকে বলে?

উত্তর: প্রাচীন ও মধ্যযুগীয় রসায়ন চর্চাকে’আল-কেমি’ বলে।

৩। কালি কি?

উত্তর: কালি হচ্ছে কাঠ ও কয়লা পোড়ানোর ফলে তৈরি এক ধরণের কার্বন কনা।

৪। জৈব যৌগ কী?

উত্তর: যেসব রাসায়নিক যৌগে এক বা একাধিক কার্বন পরমাণু অন্যান্য মৌল যেমন প্রধান হাইড্রোজেন ,অক্সিজেন,নাইট্রোজেন ইত্যাদির সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে তাদের জৈব যৌগ বলে।

৫। সেলুলোজ কী?

উত্তর: উদ্ভিদ দেহের গঠনিক উপাদানকে সেলুলোজ বলে।

               * আমাদের ইউটিউব চ্যানেল                  * আমাদের ফেইসবুক পেইজ

৬। রাসায়নিক পরিবর্তনর কী?

উত্তর: যে পরিবর্তনের ফলে এক বা একাধিক বস্তু প্রত্যেকে তার নিজস্ব সত্তা হারিয়ে  সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক বস্তুতে পরিনত  হয় তাকে  রাসায়নিক পরিবর্তন বলে।

৭। কোয়ান্টাম ম্যাকানিক্স কী?

উত্তর: যে পুস্তকে গাণিতিক হিসাব-নিকাশ এর সাহায্যে পরমাণুর  গঠন ব্যাখা করা যায় তাকে কোয়ান্টাম ম্যাকানিক্স বলে।

৮। বিস্ফোরক দ্রব্য কাকে বলে?

উত্তর: যে দ্রব্য নিজে নিজেই বিক্রিয়া করতে পারে ,আঘাত লাগলে বা আগুন লাগলে বিস্ফোরন হয় তাকে বিস্ফোরক দ্রব্য বলে।

৯। প্রিজারভেটিভস কাকে বলে?

উত্তর: যে সব রাসায়নিক পদার্থ পরিমিত পরিমানে ব্যবহার করে খাদ্য সামগ্রী প্রক্রিয়াজাত করে দীর্ঘসময় সঙরক্ষণ করা হয় তাদেরকে প্রিজারভেটিভস বলে।

১০। গবেষণা কী?

উত্তর: পরীক্ষা নিরিক্ষার মাধ্যমে কোন কিছু জানার চেষ্টাকে বরে গবেষণা।

রসায়ন – ১ম অধ্যায় – জ্ঞান মূলক / সংজ্ঞা / সংগা / কাকে বলে / সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

১১। রসায়ন গবেষণাগার কাকে বলে ?

উত্তর: যেখানে রসায়নের পরীক্ষা-নিরিক্ষা বা গবেষণা করা হয় তাকে রসায়ন গবেষণা বলে।

১২। দাহ্য পদার্থ কাকে বলে?

উত্তর: যেসব পদার্থে সহজে আগুন ধরে যায় এবং প্রচুর তাপ উৎপন্ন হয় তাকে দাহ্য পদার্থ বলে।

১৩। ট্রিফয়েল  কাকে বলে?

উত্তর: তেজক্রিয় পদার্থের সংকেতিক চিহ্নকে ট্রিফয়েল বলে।

   * আমাদের ইউটিউব চ্যানেল                  * আমাদের ফেইসবুক পেইজ

১৪। তেজস্ক্রিয় রশ্মি কাকে বলে? 

অথবা, তেজক্রিয় রশ্নি কাকে বলে? / তেজস্ক্রিয় রশ্মি কী? 

উত্তর: তেজস্ক্রিয় পদার্থ থেকে অনবরত যে সকল রশ্মি নির্গত হয়  তাদেরকে তেজস্ক্রিয় রশ্নি বলে। 

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare