রসায়ন – ১১শ – প্রস্তুতি
রসায়ন – ১১শ – প্রস্তুতি
১১শ অধ্যায় - খনিজ সম্পদ ও জীবাশ্ম
প্রস্তুত প্রণালি - অ্যালকেন
১। ফ্যাটি এসিডের সোডিয়াম লবণকে সোডালাইমের সাথে উত্তপ্ত করলে অ্যালকেন উৎপন্ন হয়। এ সময় ফ্যাটি এসিড হতে এক অণু কার্বন ডাই অক্সাইড দূরীভূত হওয়ায় কার্বন পরমাণুর সংখ্যা এক কমে।
২। শুষ্ক ইথারে দ্রবীভূত অ্যালকাইল হ্যলাইডকে ধাতব সোডিয়ামের সাথে উত্তপ্ত করলে অ্যালকেন উৎপন্ন হয়।
৩। 2500C তাপমাত্রায় CO2 ও H2 এর মিশ্রণকে নিকেল চূর্ণের উপর দিয়ে চালনা করলে মিথেন ও পানি উৎপন্ন হয়।
৪। 2500C তাপমাত্রায় CO ও H2 এর মিশ্রণকে নিকেল চূর্ণের উপর দিয়ে চালনা করলে মিথেন ও পানি উৎপন্ন হয়।
৫। পেট্রোলিয়াম বা প্রাকৃতিক গ্যাসকে উচ্চ চাপ ও তাপমাত্রায় বিয়োজিত করলে কম সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকিন সহ অ্যালকেন উৎপন্ন হয়।
৬। নিকেল প্রভাবকের উপস্থিতিতে 1800C – 2000C তাপমাত্রায় এবং উচ্চ চাপে অ্যালকিন হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে অ্যালকেন উৎপন্ন হয়।
৭। নিকেল প্রভাবকের উপস্থিতিতে 1800C – 2000C তাপমাত্রায় এবং উচ্চ চাপে অ্যালকাইন হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে অ্যালকেন উৎপন্ন হয়।
প্রস্তুত প্রণালি - অ্যালকিন
১। অ্যালকাইল হ্যলাইড এর সাথে সোডিয়াম হাইড্রক্সাইডের অ্যালকোহলীয় দ্রবন উত্তপ্ত করলে অ্যালকিন, সোডিয়াম ক্লোরাইড ও পানি উৎপন্ন হয়।
২। অ্যালকোহলের সাথে অতিরিক্ত গাঢ় সালফিউরিক এসিড উত্তপ্ত করলে অ্যালকেন উৎপন্ন হয়।
৩। পেট্রোলিয়াম বা প্রাকৃতিক গ্যাসকে উচ্চ চাপ ও তাপমাত্রায় বিয়োজিত করলে কম সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকিন সহ অ্যালকেন উৎপন্ন হয়।
৪। নিকেল প্রভাবকের উপস্থিতিতে 1800C – 2000C তাপমাত্রায় এবং উচ্চ চাপে অ্যালকাইন এক অণু হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে অ্যালকিন উৎপন্ন হয়।
Comments (2)
Sadman Shakib
Helpful ♥️♥️🥰
Talha Bin Anis
veryhelpful